World news - যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় আরো ক্ষমতা চান মাদুরো


যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় আরো ক্ষমতা চান মাদুরো
ভেনেজুয়েলার শান্তি, একতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ ডিক্রি জারির ক্ষমতা চেয়ে পার্লামেন্টের কাছে আবেদন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান মাদুরো। স্থানীয় সময় মঙ্গলবার আইনসভায় বক্তৃতা দানকালে তিনি এ সব কথা বলেন। খবর আল-জাজিরার।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি নির্বাহী আদেশে ভেনেজুয়েলাকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সে দেশের ৭ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।   
দেশটির ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ সমাজতান্ত্রিক এই সরকারের সমালোচকদের মধ্যেও উত্কণ্ঠা সৃষ্টি করেছে। আইন সভায় বক্তৃতা দেয়ার সময় বিশ্বের সর্বোচ্চ শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের আক্রমণ মোকাবিলা করতে আইন কার্যকর করার আহ্বান জানান প্রেসিডেন্ট মাদুরো।
মাদুরো বলেন, আইন আমাদের দেশকে প্রস্তুত করতে সহায়তা করবে। তবে আইনটি কী ধরনের হবে বা কী ভাবে সেটি প্রয়োগ করা হবেএ বিষয়ে স্পষ্টভাবে কোনো কিছু জানাননি তিনি। শনিবার থেকে দেশজুড়ে সামরিক বাহিনী সতর্ক প্রহরায় থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। এর ফলে ইয়াঙ্কি বুটবা মার্কিনরা লাতিন আমেরিকার এই তেল সমৃদ্ধ দেশটিকে স্পর্শ করতে পারবে না।
এ দিকে, সরকার নিয়ন্ত্রিত আইনসভা যদি আইন কার্যকরে মাদুরোর অনুরোধ অনুমোদন করে, তবে ২০১৩ সালে নির্বাচনে জয়লাভের পর এই দ্বিতীয়বারের মতো অতিরিক্ত ক্ষমতা পাবেন হুগো শ্যাবেজের উত্তরসূরি ৫২ বছর বয়সী এই প্রেসিডেন্ট। ও দিকে, দেশটির বিরোধীদলীয় নেতা ইলিয়াস মাত্তা বলেছেনডিক্রি জারির ক্ষমতা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি সরকারের একটি ওজুহাত মাত্র। মূলত পার্লামেন্টের নিয়ন্ত্রণ তারা হারাতে পারেনএমন ভয়েই সরকার এ আহ্বান জানিয়েছে। এটি তাদের দীর্ঘদিনের পরিকল্পনা। সরকার পুরো বিষয়টির সুবিধা নিতে চাচ্ছে বলে মন্তব্য করেন এই বিরোধীদলীয় নেতা। তবে আইন সভায় এটি কার্যকর নাও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts