লন্ডন থেকে সিরিয়ার উদ্দেশে পালিয়ে যাওয়া তিন
কিশোরী যাত্রার খরচ জোগাতে
পরিবারের সদস্যদের
গয়না চুরি করেছে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার লন্ডন পুলিশ এমন মন্তব্য করলেও কিশোরীদের পরিবকার তা তাদের কর্মকাণ্ডে আস্থাহীনতা প্রকাশ করেছেন। বুধবার এএফপির খবরে এই
তথ্য জানানো হয়।
খাদিহা সুলতানা (১৬), শামীমা বেগম (১৫) ও আমিরা আবেস (১৫) গত সপ্তাহে বাড়ি ছেড়ে ইস্তাম্বুল গিয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সিরিয়ায় আইএসে যোগ দিয়েছে।
যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী জাতীয় পুলিশের প্রধান ও
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী
কমিশনার মার্ক রাউলি
বলেন, বিমানযাত্রার জন্য ওই কিশোরীরা এক
ট্রাভেল এজেন্টকে এক হাজার ৫০৬ ডলার দিয়েছিল।
এই টাকা কিশোরীরা কোথায় পেয়েছিল এমন
প্রশ্নের জবাবে তিনি বরেছেন, ধারণা করছি পরিবার থেকে চুরির সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তাদের পরিবারের কোনো সদস্যের গয়না চুরির সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে
আমাদের ধারণা।
পরিবারের সদস্যরা পরে জানিয়েছেন, কিশোরীরা অন্য কোথায় থেক েসহায়তা পেয়েছে। কেননা,
তাদের যেসব গয়না
চুরি হয়েছে সেগুলো খুব বেশি দামি ছিল না।
লন্ডন
মেট্রোপলিটন
পুলিশের সহকারী কমিশনার রাউলি জানান,
এই তিন কিশোরীসহ যুক্তরাজ্য থেকে ২৬ জন কম বয়সী তরুণী
সিরিয়ায় আইএস যোদ্ধাদের সঙ্গে যোগ
দিয়েছেন। তবে তারা
যে সন্ত্রাসে জতি তার প্রমাণ আমাদের হাতে নেই। কোনো ধরণের অভিযোগ ছাড়াই তারা ব্রিটেনে ফিরে আসতে পারবেন।