World news - যৌন কেলেঙ্কারির মামলায় বার্লোসকোনি খালাস



যৌন কেলেঙ্কারির মামলায় বার্লোসকোনি খালাসযৌন কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকোনিকে বেকসুর খালাস দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর বিবিসির।
দুই বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অপব্যবহার এবং এক কিশোরীর সাথে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয় বার্লোসকোনির বিরুদ্ধে, যেটি বুঙ্গা বুঙ্গামামলা নামে পরিচিত। এ মামলায় পরের বছর বার্লোসকোনি আপিল করলে আদালত তার পক্ষে রায় প্রদান করেন। এ দিকে, তাকে খালাস না দিয়ে নতুন করে বিচার শুরু করতে সরকারি কৌঁসুলিরা আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়। এ নিয়ে তৃতীয়বারের মতো আইনি জটিলতার মধ্যে জড়ালেন দেশটির এই সাবেক প্রধানমন্ত্রী। ও দিকে, ১৭ বছর বয়সী নর্তকী কারিমা এল-মাহরাং তার সাথে বার্লোসকোনির যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছেন। এর আগে কর ফাঁকির শাস্তি হিসেবে তাকে কমিউনিটি সেবা প্রদানের আদেশ দেয় আদালত। গত সপ্তাহে তিনি সেই কার্যক্রম শেষ করলেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts