ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি সপ্তাহে শ্রীলংকায় তামিলদের
যুদ্ধবিধ্বস্ত আবাসভূমি পরিদর্শনে যাচ্ছেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শ্রীলংকায় তামিলদের আবাসভূমিতে যাচ্ছেন।
শ্রীলংকার নতুন প্রেসিডেন্টের ভারত
সফর ও দেশটির নয়াদিল্লীর সাথে সম্পর্কের অচলাবস্থা নিরসনের ইঙ্গিত দেয়ার কয়েক সপ্তাহের মধ্যে কলম্বো যাচ্ছেন
মোদী।
ভারত মহাসাগরীয় দেশগুলো সফরের অংশ হিসেবে মোদী
সিসিলি ও মরিশাস যাবেন। তবে তিনি
মালদ্বীপ যাচ্ছেন
না। মালদ্বীপে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের গ্রেফতার নিয়ে রাজনৈতিক সংকট চলছে।
এবার মোদীর শ্রীলংকা সফর সবচেয়ে বেশি গুরুত্ব
পাচ্ছে। শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রাষ্ট্রের ওপর বেইজিংয়ের প্রভাব হ্রাস ও সে দেশের প্রায় ৩০ লাখ তামিলের
দুঃখ-দুর্দশা লাঘবের অঙ্গীকার করেছেন।
ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর সোমবার নয়াদিল্লীতে বলেন, ‘শ্রীলংকার সঙ্গে সামগ্রিক সম্পর্ক জোরদারই আমাদের লক্ষ্য।’
শুক্রবার কলম্বো পার্লামেন্টে ভাষণের পর শনিবার শ্রীলংকার উত্তরাঞ্চলে
তামিলদের মূল ভূখণ্ড জাফনা যাবেন মোদী।