World news - দাঁতে গাড়ি টানে

দাঁতে গাড়ি টানে
চীনে এক নারী নিজের দাঁত দিয়ে এক টন ওজনের একটি গাড়ি টানতে সক্ষম হয়েছেন। দাদীর বয়সের এই নারী কেবল গাড়িই টানেননি, গাড়িতে তার বন্ধুসহ আরো তিনজন মানুষ ছিল। ওয়াং জিয়াওবি নামের ওই নারীর বয়স ৮১ বছর। ব্রিটেনে অনুষ্ঠিত খেলা ব্রিটেনস গট ট্যালেন্টএর আদলে আয়োজিত অ্যামেজিং চাইনিজনামের এই খেলায় অংশ নেন ওয়াং। তিনি তার দাঁত দিয়ে গাড়িটিকে দুই মিটার দূরত্বে টেনে আনেন। আর এ কাজে তার সময় লাগে মাত্র ৩৮ সেকেন্ড। চীনের উত্তরের হ্যাংডং এলাকায় আয়োজিত এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়াং বলেন, শরীর এবং মন সুস্থ থাকলে একাজ করাটা কোন ব্যাপার নয়। আমি মনে করি না যে, আমি এখনকার চিন্তা-ভাবনা এবং মনের শক্তির সঙ্গে আমার যুবতী বয়সের কোন পার্থক্য আছে। খেলায় আশা দর্শক জিয়াও বলেন, সত্যিই বিস্ময়কর। এই বয়সে অনেকের দাঁতই থাকে না। আর সেখানে ওয়াং দাঁত দিয়ে গাড়ি টেনে আনলেন!
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts