Science and Technology news - স্যামসাংয়ের কর্মী ভাগাচ্ছে অ্যাপল!

স্যামসাংয়ের

     
বেশি বেতন-বোনাসের লোভ দেখিয়ে স্যামসাং থেকে কর্মী ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অ্যাপলের বিরুদ্ধে। সিগন্যাল ও ভিজুয়াল প্রসেসিং ম্যানেজমেন্ট বিভাগের কর্মীদের ওপর মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের চোখ পড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের একটি সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার দ্য কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাংয়ের অভিজ্ঞ টেকনিশিয়ান ও প্রকৌশলীদের টোপ দিচ্ছে অ্যাপল। কাজে অধিক স্বাধীনতা, বেশি বেতন ও অন্যান্য সুবিধার কথা বলে স্যামসাং থেকে ব্যাটারি প্রযুক্তি-সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ভাগিয়ে নিচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি অ্যাপল গাড়ি তৈরি করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্যামসাংয়ের এক কর্মকর্তা কোরিয়া টাইমসকে জানিয়েছেন, ‘অ্যাপলের গাড়ির ব্যবসা নতুন। এ ক্ষেত্রে তাদের দক্ষ লোক দরকার। শীর্ষ পর্যায়ের মানবসম্পদ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে এখন স্যামসাংয়ের ব্যাটারি বিশেষজ্ঞদের কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি।
যদিও বিভিন্ন ক্ষেত্রে অ্যাপল ও স্যামসাং পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তবুও অ্যাপলকে ডিসপ্লে, প্রসেসর ও ডিআরএএমের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভর করতে হয়।
অবশ্য, কর্মী ভাগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে অ্যাপল কোনো মন্তব্য করেনি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts