বর্তমানে তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং বেশ আলোচিত। তবে চাইলেই এ কাজে সফল হওয়া যায় না। সফলতা কীভাবে আসবে, তা জানা জরুরি। এ ছাড়া কাজ জেনে কীভাবে করতে হবে, সেটিও জানা দরকার। আউটসোর্সিংয়ের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে আউটসোর্সিং ৩: সফল হবেন যেভাবে বইটি। লিখেছেন মো. আমিনুর রহমান।
২০টি বিভিন্ন বিষয়ের ওপর বইটিতে পূর্ণাঙ্গভাবে আউটসোর্সিংয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রয়েছে প্রয়োজনীয় ছবি। বইটি থেকে জানা যাবে আউটসোর্সিংয়ে সফল হবেন কীভাবে, অনলাইন মার্কেটপ্লেস, কীভাবে একটি সুন্দর প্রোফাইল তৈরি করবেন, কাজ খোঁজা শুরু করুন, উপযুক্ত কাভার লেটার লিখবেন কীভাবে, ইন্টারভিউ ফেস করা, জব করবেন কীভাবে, আউটসোর্সিং শুরু আগে, সহজে কাজ পাবেন যেভাবে, সমস্যার সমাধান পাবেন যেখানে, দুজন সফল উদ্যোক্তার সাক্ষাৎকার ইত্যাদি পাবেন বইটিতে।এতে নিজেদের কাজের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ফ্রিল্যান্সাররা। এবারের বইমেলায় বইটি প্রকাশিত হয়।
লেখক: মো. আমিনুর রহমান।
দাম: ২৪০ টাকা।
পৃষ্ঠা: ১২৮। প্রকাশক: তাম্রলিপি, ঢাকা