Science and Technology news - মনোযোগ আকর্ষণে সাংকেতিক চিহ্ন

সাংকেতিক চিহ্ন

     
দ্রুত গতিতে ছুটছে মোটরগাড়ি। যেকোনো মুহূর্তে তা থামানোর প্রয়োজন পড়তে পারে। কারণ, ভয়াবহ দুর্ঘটনার জন্য সেকেন্ডের সামান্যতম ভগ্নাংশই যথেষ্ট। এমন ব্যস্ত কোনো গাড়িচালকের মনোযোগ আকর্ষণ করার জন্য সড়কে ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলো লিখিত সতর্কবার্তার চেয়ে বেশি কার্যকর হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় এবং ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটির একদল গবেষক এ কথা জানিয়েছেন। এ গবেষণা প্রতিবেদন জার্নাল অব কনজিউমার রিসার্চ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, চালকেরা সাংকেতিক চিহ্ন দেখে তুলনামূলক দ্রুত প্রতিক্রিয়া দেখান বা সিদ্ধান্ত নিতে পারেন। তবে তাঁদের মনোযোগ আকর্ষণের জন্য চিহ্নগুলোও হওয়া চাই দেখার মতো। কারণ, দ্রুত গতিশীল গাড়ি থেকে সেগুলো নজরে পড়তে হবে এবং ক্ষণিকেই দেখে বুঝে নিতে হবে চালককে।
ইউরেকালার্ট।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts