National news - পানি দিবস উপলক্ষে জাগো ফাউন্ডেশনের প্রচারাভিযান

পানি দিবস উপলক্ষে জাগো ফাউন্ডেশনের প্রচারাভিযান
বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীর রায়ের বাজার ও কড়াইল বস্তিতে শুক্রবার প্রচারাভিযানের আয়োজন করে জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উইং 'ভলান্টিয়ার ফর বাংলাদেশ' (ভিবিডি)। কোকা-কোলার সহযোগিতায় গত ছয় বছর থেকে দিবসটি উদযাপন করছে ভিবিডি। দিবসটিতে এ বছরের স্লোগান 'বাংলাদেশে পানি রক্ষা'।
প্রায় চার শ' স্বেচ্ছাসেবী রাজধানীসহ আরো ১০ টি জেলায় এই প্রচারাভিযানে অংশগ্রহণ করেন। পানির স্বল্পতা, পানিবাহিত রোগ হতে প্রতিকারের উপায় ও বিশুদ্ধ পানি সংরক্ষণের উপায় এবং প্রয়োজনীয়তা বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা সচেতনতা বাড়াতে প্রচার চালায়। স্বেচ্ছাসেবীরা পানিবাহিত রোগ প্রতিকারের উপায় সম্বলিত একটি করে ক্যালেন্ডারও বিতরণ করেছেন। এছাড়াও #SaveWaterBd ব্যবহার করে তিনটি সচেতনতামূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে।
কর্মসূচী উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সাদাব খান বলেন, 'বিশ্বব্যাপী পানি রক্ষণাবেক্ষণে কোকা-কোলা বিভিন্ন অংশীদারি আয়োজনের মাধ্যমে পানির পূর্ণ ব্যবহার নিশ্চিত করণ ও অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা জানি যে কোন দীর্ঘমেয়াদী ব্যবসায়ীক উন্নয়ন কেবল মাত্র সম্ভব স্থানীয় জনগোষ্ঠীর জীবনে দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে। বিশ্ব পানি দিবসের অনুষ্ঠান আমাদের পানি বিষয়ক অঙ্গীকারকে আরো দৃঢ় করতে এবং অংশীদারিত্বের মাধ্যমে আমাদের যৌথভাবে পরিচালিত 'বাংলাদেশে পানি রক্ষা' প্রচারণামূলক অভিযান আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে পানির অপ্রতুলতা ও পরিষ্কার ও ব্যবহারযোগ্য রাখার প্রয়োজনীয়তা বোঝাতে পারব বলে আশা করছি'।
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রেসিডেন্ট করভী রাখসান্দ বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে বলেন দীর্ঘমেয়াদী উন্নয়নে পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পানিতে বর্জ্য নিক্ষেপ এবং দূষিত পানির ব্যাপারে সচেতনতা সৃষ্টির এখন সময়। আমাদের তরুণ সমাজ যারা পরিবর্তনের প্রতীক তাদেরকেই পানি সংরক্ষণ এবং এর পক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে উদ্বুদ্ধ করতে হবে'।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts