World news - উরুগুয়েতে বিমান দুর্ঘটনায় নিহত ৭

উরুগুয়েতে বিমান দুর্ঘটনায় নিহত ৭
আর্জেন্টিনার একটি ছোট বিমান পার্শ্ববর্তী দেশ উরুগুয়ের একটি অবকাশ যাপন কেন্দ্র থেকে উড়ার পর পরই বিধ্বস্ত হয়েছে। বিমানটি উরুগুয়ে থেকে আর্জেন্টিনার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনায় অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। বিমানটিতে আট জন যাত্রীসহ মোট ১০ জন আরোহী ছিলেন।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানিয়েছেন, উড্ডয়নের পরপরই তারা একটি বিস্ফোরণ দেখতে পান।
উরুগুয়ের দমকল বিভাগের মুখপাত্র লিন্ড্রো পালোমেক বলেন, বিমানটির অন্য ৩ জন আরোহী নিখোঁজ থাকলেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
উরুগুয়ের অবকাশ কেন্দ্র পুন্টা ডেল এস্টেটের কাছে একটি বিমানবন্দর থেকে বিচক্রাফট বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।
নিহত বিমান আরোহীদের মধ্যে নয় জনই আর্জেন্টিনার নাগরিক। অপর একজন পর্তুগালের নাগরিক।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts