Media news - ফেরদৌস এবং তাঁরা তিনজন

ফেরদৌস, রূপা গাঙ্গুলি, ইন্দ্রাণী হালদার ও ঋতুপর্ণা।আরও একবার ছবির শুটিংয়ে ফেরদৌস এখন কলকাতায় আছেন। উত্তর কলকাতার একটি পার্কে তাঁর সঙ্গে ক্যামেরাবন্দী হলেন সহশিল্পী রূপা গাঙ্গুলি, ইন্দ্রাণী হালদার ও ঋতুপর্ণা। ছবিতে তাঁরা তিন বান্ধবী। জীবনসংগ্রামের একপর্যায়ে এসে হতাশায় নিমজ্জিত হন এই তিন নারী। ফেরদৌস চেষ্টা করতে থাকেন তাঁদের সবাইকে হতাশা থেকে উদ্ধার করার। এমন একটি গল্প নিয়েই তৈরি হচ্ছে আরও একবার।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts