World news - ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০
ভারতের উত্তর প্রদেশের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৩০ জন নিহত হয়েছেন। এছাড়াও আরো বহু মানুষ আহত হয়েছেন। দেরাদুন ও বেনারসের মধ্যে চলাচলকারী জনতা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন এবং দুটি বগি বাচরাওয়ান গ্রামের কাছে লাইনচ্যুত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
দুর্ঘটনাকবলিত ট্রেনটির ছবিতে দেখা যাচ্ছে লাইনচ্যুত হওয়ায় ট্রেনটির একটি বগি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনায় পড়া জনতা এক্সপ্রেস থেকে যাত্রীদের উদ্ধারে গ্রামবাসী, পুলিশ ও রেলওয়ের কর্মীরা একসঙ্গে কাজ করছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লিতে উত্তর প্রদেশের প্রাদেশিক রেলমন্ত্রী  মনোজ সিনহা।
এর আগে রেলওয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, লোকোমোটিভ ব্রেকগুলো কাজ না করায় বগি দুইটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ আছে।
রাজ্য সরকার দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেয়ারও ঘোষণা দিয়েছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts