National news - ঢাকার অপহৃত ব্যবসায়ী পাহাড় থেকে উদ্ধার

ঢাকার অপহৃত ব্যবসায়ী পাহাড় থেকে উদ্ধার ঢাকার অপহৃত ব্যবসায়ী ওসমান গনিকে (৬২) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব সিলেট ও শ্রীমঙ্গল থেকে ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে। র‌্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মাহমুদ খান শুক্রবার এ কথা জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের মেকানীছড়া পাহাড় এলাকা থেকে ব্যবসায়ী ওসমান গনিকে (৬২) উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন, লিটন মিয়া (২৮), সাব্বির আহমেদ সুমন (২৭), কালাম মিয়া (২২), অরুন গড় (৪৮), আবু তাহের (৫০) ও লতিফ মিয়া (২৮)।

মাহমুদ খান জানান, গত ১২ মার্চ শ্রীমঙ্গলে জমি ক্রয় করিয়ে দেয়ার কথা বলে মহিবুল হক ওরফে মারুফ ও লিটন মিয়া ঢাকার ব্যবসায়ী ওসমান গনিকে ডেকে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ঐ ব্যক্তির মোবাইল ফোন থেকে পরিবারের সাথে কথা বলে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করে। পরে র‌্যাব মোবাইল প্রযুক্তির সহায়তায় সিলেটের বিমান বন্দর থানাধীন চৌকিদেখি এলাকা থেকে লিটন মিয়া, সাব্বির আহমেদ সুমন ও কালাম মিয়াকে আটক করে। তাদের দেয়া তথ্য অনুযায়ি বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের মেকানীছড়া পাহাড় এলাকা হতে ওসমান গনিকে উদ্ধার করে। এসময় আরো তিন অপহরণকারীকে গ্রেফতার করে র‌্যাব।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts