নতুন নামে নতুন একটি ব্রাউজার আসছে উইন্ডোজ ১০-এর সঙ্গে। এমন আভাস বেশ আগেই দিয়েছিল প্রতিষ্ঠানটি। ১৬ মার্চ মাইক্রোসফট কনভার্জেন্সে প্রতিষ্ঠানটির বিপণনপ্রধান ক্রিস ক্যাপোসেলা বিষয়টি নিশ্চিত করেছেন। আপাতত ছদ্মনাম হিসেবে ‘প্রোজেক্ট স্পার্টান’ ব্যবহার করলেও নতুন একটি নাম খুঁজছে মাইক্রোসফট। ক্যাপোসেলা জানান, ‘উইন্ডোজ ১০-এর নতুন ব্রাউজারের নাম কি হবে তা নিয়ে গবেষণা করছি আমরা। আপাতত প্রোজেক্ট স্পার্টান থাকলেও নতুন একটি নাম তো দিতেই হবে।’ তবে ইন্টারনেট এক্সপ্লোরার এখনই বন্ধ হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। এন্টারপ্রাইজ ব্যবহারকারী যাঁরা এখনো ইন্টারনেট এক্সপ্লোরারের পুরাতন প্রযুক্তির ওপর ভরসা করে আছেন, তাঁদের জন্য উইন্ডোজ ১০-এর কিছু সংস্করণে ইন্টারনেট এক্সপ্লোরার চালু থাকবে।
নতুন ব্রাউজারটির নামের শুরুতে মাইক্রোসফট থাকবে বলে ধারণা করা হচ্ছে।
উইন্ডোজ বা ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে মাইক্রোসফট নামটির ‘ব্র্যান্ড
ভ্যালু’ যে অনেক বেশি তা উল্লেখ করে ক্রিস ক্যাপোসেলা বলেন, ‘শুধু শুরুতে
মাইক্রোসফট নাম ব্যবহারের ফলেই অনেক ক্রোম ব্যবহারকারীর কাছ থেকে বেশ ভালো
আবেদন পাওয়া গেছে।’ বাজার গবেষণার মাধ্যমে বিভিন্ন নাম ভেবে দেখলেও কবে
নাগাদ ইন্টারনেট এক্সপ্লোরারের উত্তরসূরির প্রকাশ করা হবে তা জানা যায়নি।
পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায়, নতুন নামটি ইন্টারনেট এক্সপ্লোরারে ধারেকাছেও
হবে না।