সম্প্রতি
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ২৮০ জি১ এমটি মডেলের নতুন ব্র্যান্ড
পিসি। ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসরযুক্ত এই পিসিতে
রয়েছে ইনটেল এইচ ৮১ চিপসেট মাদারবোর্ড, ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি
সাটা হার্ডডিস্ক, ডিভিডি রাইটার।
১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর সুবিধার এইচপি ব্র্যান্ডের পিসিটিতে আরও রয়েছে ইউএসবি কিবোর্ড এবং এইচপি ইউএসবি মাউস।
বিপণনকারী প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এইচপি নতুন ব্র্যান্ড পিসি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে তারা। পিসিটির দাম পড়বে ৩৮ হাজার টাকা। অবশ্য ব্র্যান্ড পিসিটির সঙ্গে উইন্ডোজ ৮.১ প্রফেশনাল নিলে এর দাম আরও দশ হাজার টাকা বেড়ে যাবে।
বিপণনকারী প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এইচপি নতুন ব্র্যান্ড পিসি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে তারা। পিসিটির দাম পড়বে ৩৮ হাজার টাকা। অবশ্য ব্র্যান্ড পিসিটির সঙ্গে উইন্ডোজ ৮.১ প্রফেশনাল নিলে এর দাম আরও দশ হাজার টাকা বেড়ে যাবে।