প্রশান্ত
মহাসাগরের দক্ষিণ অংশে যুক্তরাজ্য অধিকৃত জলসীমার ৮ লাখ ৩৪ হাজার ৩৩৪
বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্রাণীদের অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা গত
বুধবার ঘোষণা করা হয়েছে। পিটকেয়ার্ন দ্বীপ এলাকায় প্রস্তাবিত ওই
অভয়ারণ্যের বিস্তৃতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের চেয়েও বেশি।
ব্রিটিশ কর্তৃপক্ষ কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) সাহায্যে ওই অভয়ারণ্য
পর্যবেক্ষণ করবে। সেখানে ভ্রমণ এবং মাছ ধরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে
অস্ট্রেলিয়া
৬০০ কিমি
নিউ ক্যালেডোনিয়া
ফিজি
সামোয়া
টোংগা
নিউজিল্যান্ড
পিটকেয়ার্ন আইল্যান্ড মেরিন রিজার্ভ
প্রশান্ত মহাসাগর
চিলি
সাগরতলে আগ্নেয়গিরি
২০০ নটিক্যাল মাইল বর্জনসীমা
ওয়েনো দ্বীপ
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যক্ষেত্র
হেন্ডারসন দ্বীপ
বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত উপহ্রদ পরিবেষ্টনকারী প্রবাল প্রাচীর
ডুসি দ্বীপ
১০০ কিমি
পিটকেয়ার্ন দ্বীপ
অবাণিজ্যিক ও পরিবেশবান্ধব মৎস্য আহরণ অঞ্চল
১২ নটিক্যাল মাইল
২ নটিক্যাল মাইল
বটলনোজ ডলফিন
১২৪৯টি
সামুদ্রিক প্রাণী প্রজাতি, এদের মধ্যে পাখিও রয়েছে
৩৬৫ প্রজাতির মাছ
২২ প্রজাতির ডলফিন ও তিমি
৪৮টি বিলুপ্তপ্রায় প্রজাতি
অস্ট্রেলিয়া
৬০০ কিমি
নিউ ক্যালেডোনিয়া
ফিজি
সামোয়া
টোংগা
নিউজিল্যান্ড
পিটকেয়ার্ন আইল্যান্ড মেরিন রিজার্ভ
প্রশান্ত মহাসাগর
চিলি
সাগরতলে আগ্নেয়গিরি
২০০ নটিক্যাল মাইল বর্জনসীমা
ওয়েনো দ্বীপ
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যক্ষেত্র
হেন্ডারসন দ্বীপ
বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত উপহ্রদ পরিবেষ্টনকারী প্রবাল প্রাচীর
ডুসি দ্বীপ
১০০ কিমি
পিটকেয়ার্ন দ্বীপ
অবাণিজ্যিক ও পরিবেশবান্ধব মৎস্য আহরণ অঞ্চল
১২ নটিক্যাল মাইল
২ নটিক্যাল মাইল
বটলনোজ ডলফিন
১২৪৯টি
সামুদ্রিক প্রাণী প্রজাতি, এদের মধ্যে পাখিও রয়েছে
৩৬৫ প্রজাতির মাছ
২২ প্রজাতির ডলফিন ও তিমি
৪৮টি বিলুপ্তপ্রায় প্রজাতি