Science and Technology news - মাশরুমের দীপ্তি

মাশরুম থেকে আলো ছড়িয়ে পড়ছে? ভুল দেখছেন—এমনটা মনে করবেন না। কিছু মাশরুম আসলেই জৈব প্রক্রিয়য় দীপ্তি ছড়াতে পারে। ব্রাজিলের কয়েকটি অরণ্যে পামগাছের গোড়ায় এ রকম একধরনের মাশরুম জন্মায়। এই ছত্রাকজাতীয় কাঠামো থেকে আলো ছড়ানোর রহস্য জানতে বিজ্ঞানীরা বহুদিন ধরেই চেষ্টা করছেন। এবার তাঁরা একটি উত্তর পেয়েছেন। কারেন্ট বায়োলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের রসায়ন ইনস্টিটিউটের গবেষক ক্যাসিয়াস স্তিভানি বলেন, দার্শনিক অ্যারিস্টটল অন্তত দুই হাজার বছর আগে মাশরুমের দীপ্তিরহস্য নিয়ে লিখেছেন। সম্প্রতি তাঁরা জানতে পেরেছেন, পোকামাকড়কে কাছে টানার জন্যই মাশরুম আলো ছড়ায়। সেই পোকাগুলো মাশরুমের স্পোর ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মাশরুমের নতুন আবাস বিস্তারণে সহায়তা করে। ছত্রাকের এক লাখ প্রজাতির খোঁজ মিলেছে। তাদের ৭১টি জৈব দীপ্তি ছড়াতে পারে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts