Science and Technology news - পাখিটি বিলুপ্ত হয়নি

অক্সিপোগন সাইয়ানোলেমাস প্রজাতির ছোট্ট পাখি হামিংবার্ড। গত প্রায় ৬৯ বছরে এদের দেখা যায়নি। কিন্তু কলম্বিয়ার একদল জীববিজ্ঞানী সম্প্রতি দেশটির সিয়েরা নেভাদা দে সান্তা মার্তা পার্বত্য এলাকায় এই পাখির খোঁজ পেয়েছেন। গাছের আড়ালে চলে যাওয়ার আগেই তাঁরা পাখিটির ছবি তোলেন। প্রাণী সংরক্ষণবিদ ক্রিস্তিয়ান ভাসকেস এবং তাঁর সহযোগী কার্লোস হুলিও রহাস ওই প্রজাতির তিনটি পাখি শনাক্ত করেছেন। এদের মুখের নিচের অংশে নীল রঙের পালক রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন (আইইউসিএন) এবং পাখিবিষয়ক সংগঠন বার্ডলাইফ ইন্টারন্যাশনাল গত বছর ওই হামিংবার্ডকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে চিহ্নিত করে। শুষ্ক মৌসুমে দাবানলের প্রভাবে ওই হামিংবার্ডসহ অন্যান্য প্রাণীর আবাস নষ্ট হয়। নতুন করে পাখিটির সন্ধান পাওয়ার ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন গবেষকেরা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts