গত
বছর মেরি কম ছবির ব্যাপক সফলতার পর বলিউডকে যেন বক্সিং একেবারে পেয়ে
বসেছে। প্রিয়াঙ্কা চোপড়ার পদাঙ্ক অনুসরণ করে অভিনেত্রী সোনাক্ষী সিনহাকেও
হলিডে ছবিতে বক্সিং রিংয়ে দেখা গিয়েছিল। এখন এ দুই অভিনেত্রীর মতো
পর্দায় বক্সার হতে উঠেপড়ে লেগেছেন বলিউডের পাঁচজন অভিনেতা। বলতে গেলে
বলিউড হয়ে উঠেছে বক্সারময়।
এ বছর বক্সিং রিংয়ে ঘাম ঝরাতে দেখা যাবে আমির খান, অক্ষয় কুমার, সালমান খান, রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে। অনুরাগ কশ্যপ পরিচালিত বোম্বে ভেলভেট-এ রণবীর কাপুরকে দেখা যাবে স্ট্রিট বক্সিং করতে। এ জন্য নাকি লম্বা সময় এ অভিনেতাকে নিতে হয়েছে বক্সিং অনুশীলন।
অন্যদিকে করণ জোহর প্রযোজিত ব্রাদার্স-এ অভিনয়ের জন্য অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও বক্সিং শেখার পাশাপাশি বক্সিং নিয়ে নির্মিত দেশি-বিদেশি সিনেমাও দেখে যাচ্ছেন। ব্রাদার্স-এ সিদ্ধার্থের সঙ্গে বক্সার হিসেবে আরও দেখা যাবে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয়কে।
এদিকে দাঙ্গাল ছবিতে আমির শুধু বক্সারই নন, বক্সিং গুরুও।
সালমানই বা কীভাবে পিছিয়ে থাকতে পারেন? দু-দুটি চলচ্চিত্রে বক্সারের চরিত্রে দেখা যাবে তাঁকে। আলী আব্বাস জাফরের পরিচালনায় সুলতান-এ ৪০ বছর বয়সী এক বক্সার তিনি। সুরজ বারজাতিয়ার প্রেম রতন ধন পায়ো-তে সালমানের দ্বৈত চরিত্রের একটি হবে বক্সারের। শোনা যাচ্ছে, এই দাবাং তারকা নাকি দিন-রাত বক্সিং শিখছেন।
এ বছর বক্সিং রিংয়ে ঘাম ঝরাতে দেখা যাবে আমির খান, অক্ষয় কুমার, সালমান খান, রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে। অনুরাগ কশ্যপ পরিচালিত বোম্বে ভেলভেট-এ রণবীর কাপুরকে দেখা যাবে স্ট্রিট বক্সিং করতে। এ জন্য নাকি লম্বা সময় এ অভিনেতাকে নিতে হয়েছে বক্সিং অনুশীলন।
অন্যদিকে করণ জোহর প্রযোজিত ব্রাদার্স-এ অভিনয়ের জন্য অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও বক্সিং শেখার পাশাপাশি বক্সিং নিয়ে নির্মিত দেশি-বিদেশি সিনেমাও দেখে যাচ্ছেন। ব্রাদার্স-এ সিদ্ধার্থের সঙ্গে বক্সার হিসেবে আরও দেখা যাবে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয়কে।
এদিকে দাঙ্গাল ছবিতে আমির শুধু বক্সারই নন, বক্সিং গুরুও।
সালমানই বা কীভাবে পিছিয়ে থাকতে পারেন? দু-দুটি চলচ্চিত্রে বক্সারের চরিত্রে দেখা যাবে তাঁকে। আলী আব্বাস জাফরের পরিচালনায় সুলতান-এ ৪০ বছর বয়সী এক বক্সার তিনি। সুরজ বারজাতিয়ার প্রেম রতন ধন পায়ো-তে সালমানের দ্বৈত চরিত্রের একটি হবে বক্সারের। শোনা যাচ্ছে, এই দাবাং তারকা নাকি দিন-রাত বক্সিং শিখছেন।