National news - নারীর ক্ষমতায়নের পথে প্রধান বাধা দুর্নীতি: টিআইবি

নারীর ক্ষমতায়নের পথে প্রধান বাধা দুর্নীতি: টিআইবি
নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের পথে অন্যতম প্রধান বাধা দুর্নীতি। নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুর্নীতির অভিজ্ঞতা লাভ করেন। দুর্নীতির শিকার, সংঘটক ও মাধ্যম হিসেবে নারীর সাথে দুর্নীতির প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়ে থাকে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত নারীর অভিজ্ঞতায় দুর্নীতি : বাংলাদেশের দুইটি ইউনিয়নের চিত্রশীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। 
বৃহস্পতিবার টিআইবির ধানমন্ডিস্থ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে।
টিআইবি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের এবং রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts