Media news - ইউটিউবে মুক্তি পাচ্ছে 'কিল দ্য রেপিস্ট'


ইউটিউবে মুক্তি পাচ্ছে 'কিল দ্য রেপিস্ট'
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা উপজীব্য করে নির্মিত ছবি 'কিল দ্য রেপিস্ট' নিয়ে জটিলতা এড়াতে ইউটিউবে ছবিটি মুক্তি দিতে চান ছবির প্রযোজক সিদ্ধার্ত।
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সঞ্জয় ছেল। ২০১২ সালে চলন্ত বাসে মেডিকেল ছাত্রী গণধর্ষণের প্রতিবাদে এই ছবি তৈরি করেছেন সিদ্ধার্থ। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মাঝেই এপ্রিলের মাঝামাঝি ৯০ মিনিটের এই থ্রিলার ইউটিউবে ছাড়ার সিদ্ধান্ত নিলেন প্রযোজক।
সিদ্ধার্থ বলেন, 'গত এক বছরে পৃথিবী বদলে গিয়েছে। এখনও যেকোনও স্বল্প বাজেটের ছবিও বিশ্বের দরবারে সহজে পৌঁছে যেতে পারে। আমি গত ২ মাস ধরে অনলাইন রিলিজের কথা ভাবছি। হঠাৎ একদিন সকালে শুনলাম "ইন্ডিয়া'স ডটার" ছড়িয়ে পড়েছে ভিডিও শেয়ারিং সাইটগুলোতে। তখনই ইউটিউবে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়ে ফেলি'
দিল্লির প্রেক্ষাপটে তৈরি ছবি আবর্তিত হয়েছে মূল চরিত্র অঞ্জলি(অঞ্জলি পাতিল) ও এক পুরুষ(সানি হিন্দুজাকে) ঘিরে। সেই পুরুষ অঞ্জলির ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ নিয়েই এগিয়েছে ছবির গল্প।
২০১৩ সালের অগাস্ট মাসে শুটিং শেষ হয়েছিল কিল দ্য রেপিস্টের। দিল্লি গণধর্ষণের দুই বছর পর ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল প্রযোজক। কিন্তু, সেন্সর বোর্ডের পছন্দ হয়নি এই ছবি। প্রযোজক জানান, ছবির ট্রেলার মুক্তির পর যে সাড়া পেয়েছিলাম, আস্তে আস্তে তা ঝিমিয়ে আসতে থাকে। বিবিসিতে প্রচারিত "ইন্ডিয়া'স ডটার" আবার সেই উৎসাহ ফিরিয়ে এনেছে আমার।

ইউটিউবে মুক্তি পাচ্ছে 'কিল দ্য রেপিস্ট'
অনলাইন ডেস্ক১২ মার্চ, ২০১৫ ইং ২০:৩২ মিঃ
ইউটিউবে মুক্তি পাচ্ছে 'কিল দ্য রেপিস্ট'
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা উপজীব্য করে নির্মিত ছবি 'কিল দ্য রেপিস্ট' নিয়ে জটিলতা এড়াতে ইউটিউবে ছবিটি মুক্তি দিতে চান ছবির প্রযোজক সিদ্ধার্ত।
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সঞ্জয় ছেল। ২০১২ সালে চলন্ত বাসে মেডিকেল ছাত্রী গণধর্ষণের প্রতিবাদে এই ছবি তৈরি করেছেন সিদ্ধার্থ। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মাঝেই এপ্রিলের মাঝামাঝি ৯০ মিনিটের এই থ্রিলার ইউটিউবে ছাড়ার সিদ্ধান্ত নিলেন প্রযোজক।
সিদ্ধার্থ বলেন, 'গত এক বছরে পৃথিবী বদলে গিয়েছে। এখনও যেকোনও স্বল্প বাজেটের ছবিও বিশ্বের দরবারে সহজে পৌঁছে যেতে পারে। আমি গত ২ মাস ধরে অনলাইন রিলিজের কথা ভাবছি। হঠাৎ একদিন সকালে শুনলাম "ইন্ডিয়া'স ডটার" ছড়িয়ে পড়েছে ভিডিও শেয়ারিং সাইটগুলোতে। তখনই ইউটিউবে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়ে ফেলি'।
দিল্লির প্রেক্ষাপটে তৈরি ছবি আবর্তিত হয়েছে মূল চরিত্র অঞ্জলি(অঞ্জলি পাতিল) ও এক পুরুষ(সানি হিন্দুজাকে) ঘিরে। সেই পুরুষ অঞ্জলির ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ নিয়েই এগিয়েছে ছবির গল্প।
২০১৩ সালের অগাস্ট মাসে শুটিং শেষ হয়েছিল কিল দ্য রেপিস্টের। দিল্লি গণধর্ষণের দুই বছর পর ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল প্রযোজক। কিন্তু, সেন্সর বোর্ডের পছন্দ হয়নি এই ছবি। প্রযোজক জানান, ছবির ট্রেলার মুক্তির পর যে সাড়া পেয়েছিলাম, আস্তে আস্তে তা ঝিমিয়ে আসতে থাকে। বিবিসিতে প্রচারিত "ইন্ডিয়া'স ডটার" আবার সেই উৎসাহ ফিরিয়ে এনেছে আমার।
- See more at: http://www.ittefaq.com.bd/entertainment/2015/03/12/16243.html#sthash.To9djyF9.dpuf
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts