রিয়েলিটি শো নাচ বলিয়ে’তে স্ত্রীকে সঙ্গে নিয়ে নাচের প্রস্তাব নাকচ করে দিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। কারণ হিসেবে তিনি চান না গোটা বিশ্ব তার স্ত্রীর নাচ দেখুক। তাই মোটা
অংকের অর্থ সত্বেও প্রস্তাব ফিরিয়ে
দেয়া।
বেসরকারি ওই টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে রিয়েলিটি
শো 'নাচ বলিয়ে'-তে স্ত্রী-র সঙ্গে জুটি বেঁধে নাচতে আফ্রিদির সঙ্গে পারিশ্রমিক নিয়েও প্রায় চূড়ান্ত চুক্তি হয়েছিল।কিন্তু হঠাৎ করেই আফ্রিদি বেঁকে
বসেন। এবং চ্যানেল কর্তৃপক্ষকে
অন্য কোনও নারীর
সঙ্গে নাচতে রাজি আছেন জানিয়ে আফ্রিদি বলেন,
‘বিবি কো নাহি নাচানা হ্যায়!’
এর আগে এই শোতে একসঙ্গে জুটি বেঁধে নেচেছেন শোয়েব মালিক-সানিয়া মির্জা।
স্ত্রীর সঙ্গে নাচবেন না আফ্রিদি
অনলাইন ডেস্ক১১ মার্চ, ২০১৫ ইং ১৩:২৬ মিঃ
রিয়েলিটি
শো নাচ বলিয়ে’তে স্ত্রীকে সঙ্গে নিয়ে নাচের প্রস্তাব নাকচ করে দিলেন
পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। কারণ হিসেবে তিনি চান না গোটা
বিশ্ব তার স্ত্রীর নাচ দেখুক। তাই মোটা অংকের অর্থ সত্বেও প্রস্তাব ফিরিয়ে
দেয়া।
বেসরকারি ওই
টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে রিয়েলিটি শো 'নাচ বলিয়ে'-তে স্ত্রী-র সঙ্গে
জুটি বেঁধে নাচতে আফ্রিদির সঙ্গে পারিশ্রমিক নিয়েও প্রায় চূড়ান্ত চুক্তি
হয়েছিল।কিন্তু হঠাৎ করেই আফ্রিদি বেঁকে বসেন। এবং চ্যানেল কর্তৃপক্ষকে
অন্য কোনও নারীর সঙ্গে নাচতে রাজি আছেন জানিয়ে আফ্রিদি বলেন, ‘বিবি কো নাহি
নাচানা হ্যায়!’
এর আগে এই শোতে একসঙ্গে জুটি বেঁধে নেচেছেন শোয়েব মালিক-সানিয়া মির্জা।
স্ত্রীর সঙ্গে নাচবেন না আফ্রিদি
অনলাইন ডেস্ক১১ মার্চ, ২০১৫ ইং ১৩:২৬ মিঃ
রিয়েলিটি
শো নাচ বলিয়ে’তে স্ত্রীকে সঙ্গে নিয়ে নাচের প্রস্তাব নাকচ করে দিলেন
পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। কারণ হিসেবে তিনি চান না গোটা
বিশ্ব তার স্ত্রীর নাচ দেখুক। তাই মোটা অংকের অর্থ সত্বেও প্রস্তাব ফিরিয়ে
দেয়া।
বেসরকারি ওই
টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে রিয়েলিটি শো 'নাচ বলিয়ে'-তে স্ত্রী-র সঙ্গে
জুটি বেঁধে নাচতে আফ্রিদির সঙ্গে পারিশ্রমিক নিয়েও প্রায় চূড়ান্ত চুক্তি
হয়েছিল।কিন্তু হঠাৎ করেই আফ্রিদি বেঁকে বসেন। এবং চ্যানেল কর্তৃপক্ষকে
অন্য কোনও নারীর সঙ্গে নাচতে রাজি আছেন জানিয়ে আফ্রিদি বলেন, ‘বিবি কো নাহি
নাচানা হ্যায়!’
এর আগে এই শোতে একসঙ্গে জুটি বেঁধে নেচেছেন শোয়েব মালিক-সানিয়া মির্জা।