Media news - মেয়ের নিষেধাজ্ঞায় ম্যাডোনা

মেয়ের নিষেধাজ্ঞায় ম্যাডোনাবিভিন্ন গেমসে অংশগ্রহণ করতে খুবই ভালো লাগে জনপ্রিয় পপশিল্পী ম্যাডোনার। কিন্তু মেয়ের বিশ্ববিদ্যালয়ের গেমসেই কি-না অংশগ্রহণ করতে পারেন না তিনি! আর ম্যাডোনাকে গেমসে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে তারই মেয়ে লর্ডেস। অবশ্য এ জন্য কোনো আফসোস নেই ম্যাডোনার। এ প্রসঙ্গে ম্যাডোনা বলেন, ‘আমি খেলতে চাইলেও মেয়ে আমাকে তার বিশ্ববিদ্যালয়ে নিতে চায় না! কি আর করবো। এ জন্য খেলার ইচ্ছা থাকলেও আর অংশগ্রহণ করা হয় না। তবে লর্ডেস চাইলে নিশ্চয়ই সামনে অংশগ্রহণ করবো।৫৬ বছর বয়সী এই শিল্পী বলেন, ‘আমি একজন দায়িত্ববান মা। সবসময় আমি চেয়েছি মেয়ের ছায়া হয়ে থাকতে, তবে চাইনি যে আমার ছায়ায় মেয়ে আড়ালে চলে যাক। সবসময়ই আমি তার খোঁজ রাখি। সে ঠিক মতো খেয়েছে কি-না, ঠিক মতো ঘুমালো কি-না। আসলে এসব না জানতে পারলে আমিও শান্তিতে থাকতে পারি না।
মেয়ের নিষেধাজ্ঞায় ম্যাডোনা
বিনোদন ডেস্ক১২ মার্চ, ২০১৫ ইং ১৫:১০ মিঃ
মেয়ের নিষেধাজ্ঞায় ম্যাডোনা
বিভিন্ন গেমসে অংশগ্রহণ করতে খুবই ভালো লাগে জনপ্রিয় পপশিল্পী ম্যাডোনার। কিন্তু মেয়ের বিশ্ববিদ্যালয়ের গেমসেই কি-না অংশগ্রহণ করতে পারেন না তিনি! আর ম্যাডোনাকে গেমসে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে তারই মেয়ে লর্ডেস। অবশ্য এ জন্য কোনো আফসোস নেই ম্যাডোনার। এ প্রসঙ্গে ম্যাডোনা বলেন, ‘আমি খেলতে চাইলেও মেয়ে আমাকে তার বিশ্ববিদ্যালয়ে নিতে চায় না! কি আর করবো। এ জন্য খেলার ইচ্ছা থাকলেও আর অংশগ্রহণ করা হয় না। তবে লর্ডেস চাইলে নিশ্চয়ই সামনে অংশগ্রহণ করবো।’ ৫৬ বছর বয়সী এই শিল্পী বলেন, ‘আমি একজন দায়িত্ববান মা। সবসময় আমি চেয়েছি মেয়ের ছায়া হয়ে থাকতে, তবে চাইনি যে আমার ছায়ায় মেয়ে আড়ালে চলে যাক। সবসময়ই আমি তার খোঁজ রাখি। সে ঠিক মতো খেয়েছে কি-না, ঠিক মতো ঘুমালো কি-না। আসলে এসব না জানতে পারলে আমিও শান্তিতে থাকতে পারি না।’
- See more at: http://www.ittefaq.com.bd/entertainment/2015/03/12/16207.html#sthash.2BhbQoEc.dpuf
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts