বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রেম কাহিনী
চায়ের কাপে কম ঝড় তোলেনি। কোহলির চার
ছয়ের মারের সাথে
সাথে গ্যালারি থেকে চুমুও ছুড়ে দিতে দেখা গেছে এই বলিউড তারকারকে। কিন্তু কোহলির ক্রিকেট জীবনে অনুষ্কার এই উপস্থিতি ভাল নজরে নেয়নি নিন্দুকেরা।
হাজারো নিন্দায় চুপ থাকার পর এবার মুখ খুললেন অনুষ্কা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছে,'যদিও আমাকে বিরাট কোহলির অমনোযোগের কারণ বলাটা অনেক পুরনো, মাঠে বিরাটের পারফরম্যান্সের জন্য আমি কী
করে দায়ী হব?'
'ওরা ক্রিকেট খায়, ক্রিকেটই নিঃশ্বাস নেয়। দয়া করে ওদের প্রাপ্তবয়স্ক হিসাবে ওদের বিবেচনা করুন।'
এরপর অনুষ্কা বলেন, 'আমার পেশাগত জীবনে বিরাটের কোনও প্রভাব নেই। ওর পেশাগত জীবনেও আমার নেই। কেন কোহলির কর্মক্ষমতার উপর সন্দেহ প্রকাশ করা হচ্ছে? বিরাট যা অর্জন করেছে তার জন্য ওর প্রশংসা প্রাপ্য'।
কোহলির অমনোযোগের কারণ বলায় অনুষ্কার কড়া জবাব
অনলাইন ডেস্ক১১ মার্চ, ২০১৫ ইং ২০:৫৫ মিঃ
বিরাট
কোহলি ও অনুষ্কা শর্মার প্রেম কাহিনী চায়ের কাপে কম ঝড় তোলেনি। কোহলির চার
ছয়ের মারের সাথে সাথে গ্যালারি থেকে চুমুও ছুড়ে দিতে দেখা গেছে এই বলিউড
তারকারকে। কিন্তু কোহলির ক্রিকেট জীবনে অনুষ্কার এই উপস্থিতি ভাল নজরে
নেয়নি নিন্দুকেরা।
হাজারো নিন্দায় চুপ থাকার পর এবার মুখ খুললেন অনুষ্কা।
সম্প্রতি
এক সাক্ষাৎকারে তিনি বলেছে,'যদিও আমাকে বিরাট কোহলির অমনোযোগের কারণ বলাটা
অনেক পুরনো, মাঠে বিরাটের পারফরম্যান্সের জন্য আমি কী করে দায়ী হব?'
'ওরা ক্রিকেট খায়, ক্রিকেটই নিঃশ্বাস নেয়। দয়া করে ওদের প্রাপ্তবয়স্ক হিসাবে ওদের বিবেচনা করুন।'
এরপর
অনুষ্কা বলেন, 'আমার পেশাগত জীবনে বিরাটের কোনও প্রভাব নেই। ওর পেশাগত
জীবনেও আমার নেই। কেন কোহলির কর্মক্ষমতার উপর সন্দেহ প্রকাশ করা হচ্ছে?
বিরাট যা অর্জন করেছে তার জন্য ওর প্রশংসা প্রাপ্য'।