প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের
অভিযোগে গায়ক আরফিন রুমির বিরুদ্ধে করা
মামলা খারিজ করে
দিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত মামলাটি খারিজ করে দেন।
আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও বাদী লামিয়া ইসলাম অনন্যা আদালতে
হাজির না হওয়ায় মামলাটি খারিজ করে দেয়া হয়।
আরফিন রুমির আইনজীবী আবুল কালাম আজাদ জানান, আরেফিন রুমি ও অনন্যার মধ্যে আপস
হয়ে গেছে। আপস
হওয়ায় অনন্যা আদালতে আসেননি। এ কারণে বিচারক মামলা খারিজ করে দিয়েছে।
ঢাকার হাকিম আদালতে দায়ের করা এ মামলার বলা হয়, অনুমতি ছাড়াই ২০১২ সালে যুুক্তরাষ্ট্র
প্রবাসী কামরুন
নেসাকে বিয়ে করেন রুমি। এছাড়া ভরণ-পোষণ বন্ধ করে দেয়াসহ যৌতুকের জন্য অনন্যাকে নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়। এতে অনন্যা মামলা করলে ২০১৩ সালের অক্টোবরে রুমিকে
গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে
জামিন পান তিনি।