Media news - দেব-নার্গিসের প্রেমের গুঞ্জন!

দেব প্যাটেলের সঙ্গে অভিসারের গুঞ্জন মিথ্যা প্রমাণ করতে সম্প্রতি এই ছবিটি টুইটারে পোস্ট করেছেন নার্গিস ফাখরি।
উদয় চোপড়ার সঙ্গে প্রেম ভেঙে গেছে নার্গিস ফাখরির। প্রেম ভেঙে গেছে দেব প্যাটেল ও ফ্রিদা পিন্টোরও। বিচ্ছেদের পর নার্গিস ও দেবকে বেশ কয়েকবার একসঙ্গে ঘুরে-বেড়াতে দেখা গেছে। আর তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ডাল-পালা মেলতে শুরু করে। সম্প্রতি একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন দেব-নার্গিস। এ জুটিকে ক্যামেরাবন্দীও করেছেন আলোকচিত্রীরা। সে ছবি ফাঁস হওয়ার পরপরই দেব-নার্গিসের অভিসারের জোর গুঞ্জন ওঠে। অবশ্য অভিসারের গুঞ্জনকে বেশ অভিনব কায়দায় হেসে উড়িয়ে দিয়েছেন নার্গিস।
সম্প্রতি দক্ষিণ মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়ে ক্যামেরাবন্দী হন দেব ও নার্গিস। তাঁদের সেই ছবি ফাঁস হওয়ার পর অনলাইনে হইচই পড়ে যায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, প্রেম করছেন দেব-নার্গিস। রোমান্টিক ডিনার ডেটে গিয়েছিলেন তাঁরা। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
দেবের সঙ্গে অভিসারের গুঞ্জন মিথ্যা প্রমাণ করতে অভিনব এক উপায় বেছে নেন নার্গিস। ফাঁস হওয়া ছবিতে কেবল দেব ও নার্গিসকেই দেখা গেছে। কিন্তু আদতে তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন সেই নৈশভোজে। বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হওয়া ছবির সঙ্গে আরেকটি ছবি জোড়া দিয়ে টুইটারে পোস্ট করেন নার্গিস। সেখানে দেব ও নার্গিসের সঙ্গে আরও কয়েকজনকে দেখা যায়।
ছবির ক্যাপশনে নার্গিস লেখেন, ‘মিডিয়ার কাছে আটজনের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়া আর দুজন একান্তে রোমান্টিক ডিনার ডেটে অংশ নেওয়া একই কথা।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts