Science and Technology news - আমাদের বাংলা উইকিপিডিয়া

বাংলা উইকিপিডিয়া


     
বাংলাদেশের উইকিপিডিয়ানদের (উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক) জন্য গত ২৬ ফেব্রুয়ারি ছিল এক বিশেষ দিন। এদিন ঢাকায় এসেছিলেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। বিশ্বকোষের ধারণা কিন্তু আমাদের দেশে নতুন নয়। শত বছর আগেও আমাদের ১৭ খণ্ডের বাংলা বিশ্বকোষ ছিল। তবে, অন্যান্য দেশের মতো সেটিও কয়েকজন পণ্ডিতের তৈরি। সাধারণ মানুষের হাতে একটি বিশ্বকোষ তৈরির ধারণা ও চেষ্টা একেবারে নতুন যা জিমির হাত ধরে সূচিত হয়েছে এবং বিকশিত হয়েছে ইন্টারনেটকে কেন্দ্র করে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল দিয়ে যে মহাদেশ আর মহাসমুদ্র গড়ে ওঠে উইকিপিডিয়া তারই একটি নমুণা।
২০০৪ সালে ‘বাংলাদেশ’ নামের নিবন্ধ দিয়ে বাংলা উইকিপিডিয়ার সূত্রপাত করেন হেমায়েত। তারপর এই এক দশক ধরে একদল স্বেচ্ছাসেবী বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন। তবে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধের সংখ্যা বাড়ানোর চেয়ে বিদ্যমান নিবন্ধের মান উন্নয়নে কাজ করার চেষ্টা করছি বেশি। এ কারণে বাংলা উইকিপিডিয়াতে ৩৩ হাজারের বেশি নিবন্ধ রয়েছে। আমাদের নিবন্ধের মান সম্পর্কে একটি স্বীকৃতিও আমরা পেয়েছি জিমির জানানো তথ্যে। নিবন্ধের গুণমানে উইকিপিডিয়ায় বাংলা ভাষার অবস্থান তৃতীয়। তবে আমাদের আরও অনেক দূর যেতে হবে। আগামী এক দশকে জিমির আশা অনুসারে নিবন্ধের সংখ্যা ১০ গুণ বাড়ানোর পাশাপাশি ভালো নিবন্ধের সংখ্যাও যেন অনেক বাড়ানো যায় সে চেষ্টা করবে বাংলা উইকিপিডিয়ানরা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts