Professon news - আপনার জিজ্ঞাসা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
প্রশ্ন: আমি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। এ বিষয়ে পড়াশোনা শেষ করে কোথায় কোথায় চাকরি করা যাবে?
ফিরোজ্জামান
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
উত্তর: আমাদের দেশে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান আছে, সেখানে এই বিভাগের ছেলেমেয়েরা গবেষণা করার কাজে অগ্রাধিকার পেয়ে থাকেন। এ বিভাগের ছেলেমেয়েদের বর্তমানে দেশের চেয়ে বিদেশে চাকরির ক্ষেত্র অনেক বিস্তৃত হচ্ছে। আমাদের দেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন পাট, ধান, কৃষি ইত্যাদি প্রতিষ্ঠানে আমাদের বিভাগের ছেলেমেয়েরা গবেষক হিসেবে কাজ করছেন। এ ছাড়া সায়েন্স ল্যাবরেটরি, আইসিডিডিআরবি, বিএসটিআই, বিভিন্ন ওষুধ কোম্পানিতে—যেখানে বিভিন্ন ধরনের ভ্যাকসিন উৎপাদন হয়—সেখানেও তাঁরা ভালো বেতনে চাকরি পাচ্ছেন। যেসব প্রতিষ্ঠানে বায়োকেমেস্ট্রি, ফার্মেসি, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ইত্যাদি বিভাগ আছে, সেখানেও তাঁরা কাজ করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায়ও যুক্ত হচ্ছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছেলেমেয়েরা।
পরামর্শ দিয়েছেন: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রেজওয়ানুল ইসলাম

ফারসি বিভাগ
প্রশ্ন: আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগ (ফারসি) বিষয়ে পড়াশোনা করছি। এ বিষয়ে পড়ে কোন কোন ক্ষেত্রে চাকরির অগ্রাধিকার পাব?
মো. হেদায়েতুল আল মামুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
উত্তর: ফারসি ভাষা বিভাগের ছেলেমেয়েদের চাকরির ক্ষেত্রে চাহিদা এখন বাড়ছে। ১২০৪ থেকে ১৮৩৭ সাল পর্যন্ত উপমহাদেশের রাষ্ট্রভাষা ছিল ফারসি। এ কারণে পুরোনো ঐতিহ্যগুলোর সঠিক তথ্য অনুসন্ধানের জন্য জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইত্যাদি প্রতিষ্ঠানে এ বিভাগের ছেলেমেয়েদের প্রয়োজন হয়। এসব প্রতিষ্ঠানে গবেষক ও অনুবাদক হিসেবে কাজ করার সুযোগ থাকে। ব্যাংক-বিমাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তাঁরা এখন চাকরি করছেন। এ ছাড়া বিদেশে যেমন ইরানি সাংস্কৃতিক কেন্দ্র, ইরান দূতাবাস, আফগানিস্তান দূতাবাসেও এ বিভাগের ছেলেমেয়েরা কাজ করতে পারেন। যেসব প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসায়-বাণিজ্য করে, সেসব প্রতিষ্ঠানে দোভাষী হিসেবেও কাজ করে ভালো করা যায়। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেও এ বিভাগের ছাত্রছাত্রীরা এখন ভালো করছেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts