Science and Technology news - ইয়াহুর ‘নিরাপদ ইমেইল’ এ বছরই

এ বছরের মধ্যেই নতুন এই ‘নিরাপদ ইমেইল’ চালু হতে পারে বলে রোববার জানিয়েছে ইয়াহু।

হ্যাকার ও সরকারি সংস্থার লোকজনের কাছ থেকে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে যোগাযোগে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধাসহ নিরাপদ ইমেইল চালু করতে যাচ্ছে ইয়াহু। গতকাল রোববার এ বছরের মধ্যেই নতুন এই ‘নিরাপদ ইমেইল’ চালু হতে পারে বলে জানিয়েছে ইয়াহু। খবর এএফপির।


যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভালে ইয়াহুর প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা আলেক্স স্টামোস জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য ‘এনক্রিপশন’-এর মতো জটিল প্রযুক্তিকে ব্যবহারের উপযোগী করা তোলা হবে নতুন এই নিরাপত্তা প্রযুক্তিতে। ইতিমধ্যেই এই ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধার ইমেইলের একটা বেটা সংস্করণ ডেভেলপারদের দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এ বছরের মধ্যেই এটা ইয়াহুর সেবায় যুক্ত করা হবে।

‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ প্রযুক্তিতে ডিজিটাল যোগাযোগের এমন একটি পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে প্রেরক একটা বিশেষ কোডের মাধ্যমে তাঁর বার্তাটিকে সুরক্ষিত করেন। কেবল নির্দিষ্ট প্রাপকই ওই কোডটিকে ডি-কোড করে বার্তাটি পড়তে বা দেখতে পারবেন। এর মধ্য দিয়ে প্রেরক ও প্রাপক ছাড়া তৃতীয় কোনো পক্ষ যাতে বার্তা দেখতে না পারে, সেই সুরক্ষা নিশ্চিত করা হয়।

ইয়াহুর প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা স্টামোস বলেন, ‘ইমেইল আদান-প্রদান করতে পারেন এমন কারোরই এই এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারে সমস্যা হবে না। যে কেউ একটিমাত্র বোতাম চেপেই এটা করতে পারবেন।’

এনক্রিপশন সুবিধাসহ ইমেইল চালাচালিতে সমন্বয়ের জন্য এরই মধ্যে গুগুলের সঙ্গেও আলোচনা করেছে ইয়াহু। যাতে ইয়াহু থেকে গুগলে এবং গুগল থেকে ইয়াহুতে পাঠানো এনক্রিপ্টেড ইমেইল পড়তে কারও অসুবিধা না হয়।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাসহ নানা দেশের সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা বিপুলসংখ্যক মানুষের ইমেইলে নজরদারির নানা ঘটনা ফাঁসের পর ইমেইলের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ছাড়া পরপর অনেক সেলিব্রেটির ইমেইল থেকে ব্যক্তিগত গোপন ছবি ফাঁস করার কেলেঙ্কারিতেও ইমেইল নিরাপত্তা নিয়ে তুমুল হইচই শুরু হয়।
-

Popular Posts

Popular Posts

Popular Posts