Current affairs - অবরোধ থামাতে বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব নিতে অস্বীকৃতি জ্ঞাপন

ঢাকা, বাংলাদেশ – দেশজুড়ে চলমান গভীর রাজনৈতিক অস্থিরতার সমাপ্তি ঘটাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে যাচ্ছে বলে যে প্রচারণা ছিল, রবিবার (৮ ফেব্রুয়ারি) সেনাবাহিনী তা প্রত্যাখান করেছে। একই সঙ্গে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোকে এধরনের "কাল্পনিক" সংবাদ প্রকাশ না করার জন্য সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।
একটি বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “সেনাবাহিনী একটি দেশপ্রেমিক সংগঠন। এরা দেশের সংবিধান এবং আইনের প্রতি সম্পূর্ণভাবে শ্রদ্ধাশীল।”
বিবৃতিতে বলা হয়, এই সমস্ত “ধারণাপ্রসূত এবং কাল্পনিক” সংবাদের বিরুদ্ধে কথা বলতে তারা বাধ্য হচ্ছে, কারণ এই সব সংবাদ "মানুষের মধ্যে বিভ্রান্তির জন্ম দিতে পারে"।
ব্যবসায়ী নেতাদের মতে, ইতোমধ্যে এই অবরোধকেন্দ্রিক সহিংসতায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে, শতাধিক আহত হয়েছে এবং অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় ১০ বিলিয়ন ডলারের।
যানবাহনকে নিরাপত্তা দিতে কর্তৃপক্ষ হাজার হাজার সৈন্য এবং পুলিশকে মোতায়েন করেছে। দশহাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতের দিকে সরকারবিরোধী প্রতিবাদকারীরা কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে আগুনেবোমা নিক্ষেপ করেছে, তবে এতে কেউই আহত হয়নি। ট্রেনে সেসময় ২১৫ জন যাত্রী ছিল। ট্রেনটির সামান্য ক্ষতি হয়েছে। খবর প্রথম আলো’র।
বাংলাদেশ রেলওয়ের মুখপাত্র সৈয়দ জহুরুল ইসলাম বলেন, নিক্ষিপ্ত তিনটি বোমা ট্রেনের ইঞ্জিনে আঘাত করেছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts