মাতাল অবস্থায় এক দম্পতি অদভুত কান্ড ঘটিয়েছেন। বাড়ি না গিয়ে তারা
আস্তাকুড়েই রাত যাপন করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনাটি ঘটেছে।
মাতালের তাল ঠিক না থাকলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। তাদের মতো
মন্দ মানুষদের বেশিরভাগ সময় আস্তাকুড়ে নিক্ষেপের কথা বলা হয়। কিন্তু
ফ্লোরিডার এই দম্পতিকে কাউকে আস্তাকুড়ে নিক্ষেপ করার প্রয়োজন হয়নি। তারা
নিজেরাই নিজেদের আস্তাকুড়ে নিক্ষেপ করেছেন। ফ্লোরিডার পুলিশ জানায়,
হালবারাফ কাউন্টির ময়লা-আবর্জনা বহনকারী ট্রাক চালক রাদামেস ভালাকুয়েজ
পুলিশের ৯১১ নাম্বারে কল করেন। তিনি জানান, তার ট্রাকে এক পুরুষ ও এক নারী
আটকা পড়েছেন। তিনি যখন ট্রাক থেকে ময়লা ফেলার চেষ্টা করেন তখন ওই দম্পতি
সাহায্যের জন্য চিত্কার করে ওঠেন। কিভাবে তারা সেখানে আসলো সেই ব্যাপারে
চালক কিছু জানাতে পারেননি। তবে পুলিশ জানিয়েছে, রাতে ঘটনাস্থলের কাছের একটি
ক্যাসিনোতে মদ খেয়ে মাতাল হয়ে পড়েছিলেন ওই দম্পতি। পরে তারা বাড়ি না গিয়ে
আবর্জনার স্তূপে পড়ে থাকেন।