‘পুকুর চুরি’ বাগধারার কথা শোনা গেলেও ‘বাড়ি চুরি’ কথাটি কখনো শোনা
যায়নি। কারণ বাড়ির সম্পদ চুরি করা গেলেও গোটা বাড়ি ধরে চুরি করা সম্ভব নয়।
কিন্তু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উত্তরপূর্বের একটি পল্লী অঞ্চলে এক
ভদ্রলোক তার বাড়ি চুরি গেছে মর্মে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ
তাকে মাতাল মনে করে বের করে দেয়। কিন্তু কয়েকদিন পরে ওই ব্যক্তি আবার
পুলিশের কাছে হাজির হয়ে অভিযোগ করেন তার চুরি যাওয়া বাড়িটির সন্ধান তিনি
পেয়েছেন। এবার পুলিশ তার সাথে যায় গিয়ে দেখে সেখানে সত্যি তার বাড়িটি পড়ে
আছে!
আসল ঘটনা হলো, বাড়িটি ছিল কাঠ দিয়ে বিশেষভাবে তৈরী।
ভদ্রলোক যখন বাড়ি ছিলেন না তখন চোরেরা ১০ ফুট বাই ২০ ফুট আকারের বাড়িটি
তুলে নিয়ে যায়। তারা নিজেদের এলাকায় নিয়ে এর মধ্যে বসবাস করতেও শুরু করে।
তবে চোরদের ধরতে না পারলে বাড়িটি আবার তার মালিকের কাছে ফিরিয়ে দেয়া
পুলিশের কাছে কষ্টকর হবে। কারণ কোন কৌশলে চোরেরা গোটা বাড়িটি ধরে সেখানে
নিয়ে গিয়েছিল তা পুলিশের মাথায় আসছে না।