Media News - শীঘ্রই গাঁট বাঁধছেন ক্যাট-রণবীর!

  শীঘ্রই গাঁট বাঁধছেন ক্যাট-রণবীর!
 
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের ‘এনগেজমেন্ট’ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এক সরাসরি নাকোচ করেছেন রণবীর নিজেই। কিন্তু তারপরও থেমে তাদের বিয়ের গুঞ্জন। বিশেষ করে ক্যাটরিনা বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ ছেড়ে দেয়ার পর এই গুঞ্জন আরো জোরালো হয়েছে।
ডিজনি প্রোডাকশন হাউসের সঙ্গে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। সেই চুক্তি মোতাবেকই প্রথম ছবি ‘ফিতুর’ এর শুটিং শেষ করেছেন তিনি। কিছুদিন আগেই কাশ্মীরে চলচ্চিত্রের বেশ কিছু অংশের শুটিং হয়েছে। এখানে ক্যাটরিনার বিপরীতে আছেন আদিত্য রায় কাপুর। কাশ্মীরে ক্যাট-আদিত্য লিপলকের ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় বেশ বিরক্ত হয়েছিলেন ক্যাটরিনা। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে ছবি বাইরে প্রচারিত হস তার উত্তর দিতে পারেনি পরিচালকরাও। এর মধ্যেই এক সাক্ষাত্কারে রণবীর জানিয়েছেন, ‘তিনি কারো সঙ্গে এনগেজড নন। এনগেজড হলে তিনি তা লুকাতেন না।’ তবে সে সব নেহাতই যে কথার কথা তার ইশারা মিলেছে ক্যাটরিনার সাম্প্রতিক কাজকর্মে।
শোনা যাচ্ছে, ডিজনির সঙ্গে চুক্তির বাকি চলচ্চিত্রগুলো আর করবেন  না ক্যাটরিনা। চুক্তিবাবদ নেয়া টাকাও ফেরত দিয়ে দিয়েছেন তিনি। রণবীর-ক্যাটরিনার ঘনিষ্ট মহলের মতে, কাজ সরিয়ে রেখে আসলে সামনে বেশ কিছুটা সময় ফাঁকা রাখারই পরিকল্পনা করছেন তারা। রণবীরের মা গোড়ার দিকে ক্যাটরিনাকে পছন্দ না করলেও এখন সে সমস্যা মিটে গেছে। কাপুর বাড়ির বউ হিসেবে ক্যাটরিনাকে মেনে নিতে এখন রাজি তিনি।
তবে কি কাপুর বাড়িতে সানাই বাজতে আর বেশি দেরি নেই। বলিউড পাড়ায় তা নিয়েই চলছে জোর জল্পনা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts