বিয়ে প্রসঙ্গে শাকিব বলেন, ‘বিয়ে তো করে ফেলতে চাই। সমস্যা হচ্ছে, পাত্রী পাচ্ছি না। বাসা থেকেও পাত্রীর খোঁজ করা হচ্ছে। মনের মতো পাত্রীর সন্ধান মিললে যেকোনো সময় সবাইকে বিয়ের সুখবর দিতে পারব বলে আশা করছি।’
কেমন পাত্রী চাই জানতে চাইলে শাকিব বলেন, ‘আমার তেমন কোনো চাহিদা নেই। আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই, যে আমাকে ভালোভাবে বুঝতে পারবে। আমার পেশার প্রতি সম্মান দেখাবে। পছন্দ হয়ে গেলে বিদেশিনী কাউকে বউ হিসেবে ঘরে আনতেও আমার আপত্তি নেই।’
এদিকে বেশ কয়েক বছর ধরেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ের গুঞ্জন ভাসছে। অবশ্য তাঁরা দুজনই বিষয়টিকে অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা দুজন শুধুই বন্ধু। এর বাইরে তাঁরা আর কিছুই ভাবতে চান না।
‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এস এ হক অলীক পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে আছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি।