Media news - নতুন চ্যালেঞ্জে পাইক

নতুন চ্যালেঞ্জে পাইক
সত্য কাহিনি অবলম্বনে কোনো ছবিতে কাজ করার ইচ্ছে তার অনেকদিনের। এবার সেই ইচ্ছেটাই পূরণ হতে যাচ্ছে তার। তিনি হলিউড অভিনেত্রী রোজামন্ড পাইক। সম্প্রতি তিনি জানালেন, সম্পূর্ণ নতুন একটি চরিত্রেই দেখা যাবে তাকে। পাইক এখানে এমন একজন মায়ের চরিত্রে কাজ করবেন যার সন্তান অটিস্টিক। কিন্তু এই অটিস্টিক শিশুকেই তিনি গড়ে তুলবেন জিনিয়াস হিসেবে। নতুন ছবি সম্পর্কে এই ‘গন গার্ল’ তারকা বলেন, ‘ছবিতে খুব চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে আমাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা এমন একটি গল্প যা বাস্তব জীবন থেকে নেয়া। আমি চেষ্টা করবো নিজের সেরাটা দর্শকদের উপহার দিতে।’ ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘এই ছবিতে আমার সন্তানের নাম জেকব, যে কি-না নিজের জুতার ফিতাও নিজে বাঁধতে পারে না। তাকে বিশেষ স্কুলে ভর্তি করা হয়। স্বামীর বাঁধা সত্ত্বেও আমি তাকে সেখান থেকে নিয়ে আসি এবং আমার মতো করে গড়ে তুলি। একটা সময় জেকব সবাইকে তাক লাগিয়ে দেয়।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts