Donation to the Burn Unit- কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা

 সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার রাত সাড়ে ১০টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টার মধ্যে নবজাতকসহ ১০ শিশু মারা যায়। এতে হাসপাতালের রোগীর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
সম্প্রতি লকপুর গ্রুপ ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। লকপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এসবিএসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. আবুল হোসেন বার্ন ইউনিটের উপদেষ্টা সামন্ত লাল সেন ও প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদের কাছে অনুদানের চেকটি হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের পরিচালক মো. আমজাদ হোসেন এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. দিলওয়ার হোসেন ভূঁইয়া, কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী ও বার্ন ইউনিটের অধ্যাপক শাজ্জাদ খোন্দকার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
-

Popular Posts

Popular Posts

Popular Posts